পুরুষের অন্ডকোষের রোগ (vericocle) ভেরিকোসিল এর স্থায়ী চিকিৎসা ও সমাধান হোমিওপ্যাথিতে।

ভেরিকোসিলের vericocele স্থায়ী ও প্রপার চিকিৎসা হলো হোমিওপ্যাথি। আপনার ভেরিকোসিল হলে কখনোই সার্জারির প্রয়োজন নেই। হোমিওপ্যাথিতে একমাত্র ভেরিকোসিলের নিরাপদ চিকিৎসা রয়েছে। অন্ডকোষে এই রোগ হলে আপনি ব্যথা, জ্বালা পোড়া, অসস্থি লাগা, অন্ডকোষের শিরা ফুলে যাওয়া, অন্ডকোষ গরম হয়ে যাওয়া, এবং অন্ডকোষের স্বাভাবিক কর্মক্ষমতা কমে যাওয়া, ইত্যাদি সমস্যায় আপনি ভূগতে পারেন।এই ভেরিকোসিল রোগে আপনি যদি আক্রান্ত হয়ে থাকেন তাহলে আর দেরি না করে অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক খুঁজে চিকিৎসা নিবেন।তা হলেই আপনি এই জটিল রোগ থেকে চিরতরে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আপনার জানা উচিত হোমিওপ্যাথিক ডাক্তার হলেই এই ভেরিকোসিল রোগের চিকিৎসা দিতে পারে না।যারা দীর্ঘদিন ধরে এই জটিল রোগ নিয়ে গবেষণা করে থাকে এবং সফলতার সাথে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে তারাই একমাত্র স্থায়ী চিকিৎসা দিতে পারে
।পুরুষদের অন্ডকোষের সমস্যা ভেরিকোসিল (Varicocele) সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন…..

 

ভেরিকোসিল পুরুষের রোগ তাই অন্ডকোষে হয়ে থাকে।ভেরিকোসিল রুমীদের ক্ষেত্রে ৯৫% বাম পাশে হয়ে থাকে এবং ৫% ডান পাশে হয়ে থাকে।এই রোগে আপনি আক্রান্ত হলে ইন্টারনেট বা ইউটিউব থেকে বিভিন্ন ধরনের প্যাটেন্ট ওষুধের নাম দেখে ক্রয় করে খেলে আপনার কোন উপকারে আসবে না। কারণ হোমিওপ্যাথি হলো লক্ষণ ভিত্তিক চিকিৎসা।তাই লক্ষণ অনুযায়ী আপনাকে মেডিসিন প্রয়োগ করতে হবে।তা না হলে আপনি এই রোগে আজিবন ভুগবেন।যারা ইতিপূর্বে এই ভেরিকোসিলের vericocle জন্য এই প্যাটেন্ট ওষুধ বা ইন্টারনেট থেকে নিজে নিজে ওষুধ কিনে খেয়েছেন তারা বুঝতে পেরেছেন।
আর নয় অবহেলা, কারণ আপনি যদি এই রোগ নিয়ে অবহেলা করে চিকিৎসা না নেন তাহলে আপনি ধিরে ধিরে জটিল সমস্যায় ভুগতে পারেন। হতে পারে আপনার বন্ধ্যাত্বের সমস্যা। এবং ভয়ংকর যৌন দূর্বলতা।তাই এই রোগ হলে আর দেরি না করে অভিজ্ঞতা সম্পন্ন হোমিওপ্যাথি চিকিৎসক খুঁজে চিকিৎসা নিবেন।

 

ডাঃ মোঃ গিয়াস উদ্দিন (ডিএইচএমএস – বিএইচএমসি, ঢাকা)

অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক (মডেল হোমিও ফার্মেসি। যাত্রাবাড়ী, ঢাকা।)

এখানে,যৌনসমস্যা (দ্রুত বীর্যপাত, হস্তমৈথুন অভ্যাস, লিঙ্গ নিস্তেজ, যৌন দুর্বলতা, পুরুষত্বহীনতা, ধ্বজভঙ্গ, হাইড্রোসিল, ভেরিকোসিল, সিফিলিস, গনোরিয়া ইত্যাদি) স্ত্রীরোগ (ডিম্বাশয়ে টিউমার, সিস্ট, ব্রেস্ট টিউমার, জরায়ুতে টিউমার, জরায়ু নিচে নেমে আসা, যোনিতে প্রদাহ, অনিয়মিত মাসিক, বন্ধ্যাত্ব, অতিরিক্ত স্রাব ইত্যাদি), বাত ব্যথা, লিভার, কিডনি, আইবিএস, ওডিএস ODS, পায়খানা ক্লিয়ার না হওয়া, বেঁধে বেঁধে পায়খানা হওয়া,পুরাতন আমাশয়, গ্যাস্ট্রিক, পাইলস বা অর্শ, গেজ, ভগন্দর ইত্যাদি রোগের প্রোপার চিকিৎসা দেওয়া হয় অভিজ্ঞ হোমিও চিকিৎসক দ্বারা।

যোগাযোগ: (সরাসরি ডাক্তার) : ০১৯২৪-০৪১৮৯৬ এবং ০১৭৮৯-১৪৪৩৭১

আপনার বা আপনাদের যে কোন জটিল রোগ এবং স্বাস্থ্য সমস্যায় অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে যোগাযোগ করুন। স্ক্রিনে দেওয়া নাম্বারে।

Scroll to Top
×

Hello!

Click one of our contacts below to chat on WhatsApp

×