মুত্রথলির প্রদাহ বা ইনফেকশন যদি আপনার দেখা যায়। তাহলে প্রস্রাবে জ্বালাপোড়া করবে, ব্যথা হবে, প্রস্রাব ফোঁটা ফোঁটা হবে। প্রস্রাব ক্লিয়ার মতো হবে না, প্রস্রাব হলুদ রঙের বা লালচে রঙের দেখা যাবে। কখনো প্রস্রাবে দূর্গন্ধ থাকবে। তলপেটে ব্যথা হবে। আপনার শরীরে জ্বর জ্বর ভাব হবে।এই ইনফেকশন বা সিস্টাইটিস হলে আরো বিভিন্ন ধরনের লক্ষণ দেখা দিতে পারে। আপনার শ্বাসকষ্ট সমস্যা সৃষ্টি হতে পারে।মাজা কোমড় ব্যথা হতে পারে। শরীরে একটা অসস্থি অসস্থি ভাব থাকবে। এবং এই জটিল রোগের কারণে আপনার প্রস্রাবের রাস্তায় স্ট্রিকচার বা সংকোচন হয়ে একটা জটিল রোগ ধারণ করবে।
আজকের আলোচনার বিষয় হলো, প্রস্রাবের রাস্তায় স্ট্রিকচার বা সংকোচন হলে করনীয় সম্পর্কে। স্ট্রিকচার হলে,চিকন হয়ে যাওয়া,এটা যে কোন নালিতেই হতে পারে। যেখানেই হোক না কেন সেটাই একটা ভয়ংকর ব্যাধি। কখনো দেখা যায় ঘাড়ে রগ বা শিরা সংকোচন হয়ে গিয়েছে, তখন সেখানে ব্লাড সার্কুলেশন কমে যায়। এবং জটিল সমস্যার সৃষ্টি হয়।এটা যখন প্রস্রাবের রাস্তায় হয় সেটাকে ইউরেথ্রাল স্ট্রিকচার বলে। এটা কিডনি থেকে পেনিসের মাথা অর্থাৎ লিঙ্গোমুন্ডো পর্যন্ত যে কোন যায়গায় হতে পারে।এবং এই ইউরেথ্রাল স্ট্রিকচারের জটিল উপসর্গ গুলো হলো-প্রস্রাব আটকিয়ে আসবে, ফোঁটা ফোঁটা প্রস্রাব হবে,কোথ দিয়ে প্রস্রাব করতে হবে, বার বার প্রস্রাবের বেগ আসবে, প্রস্রাবে জ্বালাপোড়া করবে, প্রস্রাবের রাস্তায় ব্যথা হবে, শরীরে সবসময় একটা অস্বস্তি ভাব থাকবে, মেজাজ খিটখিটে হয়ে যাবে, শরীরে জ্বর জ্বর ভাব থাকতে পারে, যৌন আকাঙ্ক্ষা কমে যাবে, একপর্যায়ে প্রস্রাব বন্ধ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা সৃষ্টি হবে।